সর্বশেষ::
ব্রেকিং ::
হেমন্তে নবান্ন
Reporter Name
- সর্বশেষ হালনাগাদ : 02:54:23 pm, Wednesday, 4 December 2024
- / 527 Read Count
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
হিম কুয়াশায় ভোর বিহানে
রবির চোখে ছানি,
ঘাসের সাথে আবছা আলো
করছে কানা কানি।
শীত আসে নাই তা জানি ভাই
আমেজ তবু শীতের,
হেমন্তের এই নবান্নতে
কী আনন্দ গীতের!
বঙ্গ মাতার ছাতার তলে
সোনালী ধান হাসে,
কিষাণ বধূ মনের পাতায়
নতুন ছবি আঁকে।
পল্লী মায়ের আঁচল বাঁধা
কান্না হাসির গান,
হৃদয় কাড়া মূর্চ্ছনাতে
শহর মারে টান।
লেখক, চেয়ারম্যান, উন্নয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটি